ওসমানীনগরে পানিবন্দিদের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৩

ওসমানীনগরে পানিবন্দিদের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০৮:১৯:৩৩

ওসমানীনগরে পানিবন্দিদের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ

ছবি : নিজস্ব


সিলেট ওসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বৃহত্তর গলমুকাপন প্রবাসীদের অর্থায়নে তিন শতাধিক বানভাসিদের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সোমবার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মাজাগাও পশ্চিম গাও জটুকোনা ঈসাগ্রাই গলমুকাপন গ্রামের মানবেতর জীবনযাপন কারী প্রতিবন্ধি পরিবারসহ পানিবন্দি অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ সহ ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউ/পি চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন যুবলীগের আহবায়ক তুরন আহমদ তালুকধার ফখরুল ইসলাম জিবুল মিয়া হুছাইন আহমদ ফয়ছল আহমদ বিপুল চন্দ্র ফারহান রহমান প্রমুখ।

বিতরণ পূর্ব আলোচনায় বক্তারা বলেন,নাড়ির টানে দেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগে অবহেলিত অসহায় মানুষের কল্যাণে সবার আগে সহায়তার হাত প্রসারিত করেন গ্রামের প্রবাসীরা। সরকারের পাশাপাশি এলাকার আত্মসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপূরনীয়। চলমান বন্যায় দূর্ভোগে থাকা মানুষের পূর্নবাসনে প্রবাসীদের অর্থায়নে যে খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে যুবসমাজ তা প্রশংসনীয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার