
ছবি: সংগৃহীত
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের আটকিয়ারী এলাকায় প্রাইভেট কার ও দাড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান সোমবার বিকাল ৬টার দিকে প্রবল বৃষ্টির সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী ঢাকা মেট্রো গ ১১-২৩৫৩ নং একটি প্রাইভেট কার এয়ারপোর্ট থানাধীন আটকিয়ারী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে এসে হঠাৎ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত চালক সহ সামনের সিটে বসে থাকা এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। প্রাইভেট কারে থাকা সঙ্গীয় তিনজনও গুরুতর আহত হন। উপস্থিত সময়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নিহত ও আহতদের ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
এয়ারপোর্ট থানার ওসি নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তৎক্ষনাৎ স্থানীয়রা ৫জনকে উদ্ধার করে মেডিক্যালে পাঠিয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে জানতে পারলাম দুই জন নিহত হয়েছেন। আমাদের একটি টিম মেডিক্যাল যাচ্ছে। এখনো কারো পরিচয় পাওয়া যায় নাই।
জৈন্তাবার্তা/ মনোয়ার
