
ছবি: নিজস্ব
প্রকৃতির অকৃত্রিম, অনাবিল ও অফুরন্ত সৌন্দর্যের লীলাভূমি হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরাঞ্চল ও কিশোরগঞ্জের হাওড় অধু্যষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলার হাওরাঞ্চল। আর বাংলাদের এই অবিচ্ছেদ্য সৌন্দর্যের অংশে বর্ষাকালে এই দুই জেলার হাওড়াঞ্চলে আকর্ষণীয় স্পট হয়ে উঠে। ভাটির দেশ হবিগঞ্জের লাখাই ও কিশোরগঞ্জে রয়েছে অসংখ্য হাওড়, বাঁওড় ও বিল-বাদার।
কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে গেছে পুরানো ব্রহ্মপুত্রের মেঘনা, কালনী, কুশিয়ারা, ধনু ও বাওলাই নদী, হবিগঞ্জের লাখাই উপজেলার বুক চিরে বয়ে চলেছে অসংখ্য ছোট নদী, খাল, শাখা নদী । খোয়াই (শাখা), সুতাং, ধলেশ্বরী, মনিখাই, সালদিঘার খাল, কলকলিয়া নদী, মেঘনা শাখা নদী (ধলেশ্বরী) এদের মধ্যে অন্যতম । নদী, খাল সমূহ বিভিন্ন হাওড় ও বিলের সাথে সংযুক্ত নদী ইত্যাদি উল্লেখযোগ্য । বর্ষায় দেখলে মনে হয় যেন, কোনো চিত্রশিল্পীর তুলিতে প্রকৃতিকে এমনভাবে সাজিয়ে দিয়েছে।
বর্ষাকালে চারদিকে পানির কলকল ধ্বনিতে মুখর থাকে হাওড়। যেদিকে চোখ যায়, শুধু পানি আর পানি। হাওড়ের আয়নায় মেঘাচ্ছন্ন আকাশের সাজগোজ দেখার ঝোঁক কোনো ভ্রমণপিপাসুর হৃদয় এড়াতে পারে না। দেশের দূরদূরান্ত থেকে ছুটে আসা পর্যটকদের মন আকর্ষণ করে। হাওড়ের বর্ষার পানির মাঝখানে কিছু ছোট ছোট গ্রাম। মনে হয় যেন, পানির উপরে গ্রামগুলো ভেসে আছে। হাওড়ে নৌকায় করে ঘুরে বেড়ানোর সময় এখানকার গ্রামের বাড়িগুলো দেখতেও লাগে বেশ সুন্দর। বর্ষায় হাওড়ে জেলেদের মাছ ধরার দৃশ্য মুগ্ধ করে। মনে হয় যেন এক অপার সৌন্দর্যের লীলাভূমি এই হাওর।
বর্ষাকালে স্থানীয় লোকজন বর্ষার এই মনোরম সৌন্দর্যকে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মিনি কক্সবাজারের হিসাবে পরিচিত চিকনপুরে মিনি কক্সবাজারের মনোরম দৃশ্যের দেখলে বুঝা যায় ।হাওড় উপজেলাগুলোতে বর্ষাকালে যেন হাওড় যৌবন ফিরে পায়। অপরূপ সৌন্দর্যে সাজিয়ে বসে লাখাই এর হাওড়গুলো। সেই সৌন্দর্যের টানে হাওড়বেষ্টিত উপজের লাখাই, উপজেলা মিঠামইন ছুটে আসেন ভ্রমণপিপাসু মানুষ। উপভোগ করেন হাওড়ের বিস্তৃর্ণ জলরাশি।
এদিকে, আবার হাওড়ের নয়নকাড়া সৌন্দর্যের টানে ঘুরতে এসে মাঝেমধ্যে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। সাঁতার না জানার কারণে পানিতে গোসল করতে নেমে ঢাকা যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ছেলে ওসমান মিয়া ওরফে লুকমান (২৪) নামে যুবক প্রাণহানিও ঘটছে। সম্প্রতি নিজের জীবন বিসর্জন দিয়েছেন পর্যটক লুকমান। হাওড়ে বর্ষা থাকে বছরের ৪/৫ মাস। পানি আসতে শুরু করে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে। শেষ হয় আশ্বিন-কার্তিকে। এই পুরোসময় জুড়েই হাওড়ে পর্যটকদের ভিড় থাকে। তবে ঈদের সময় এবং সাপ্তাহিক ছুটির দিনে ভিড় থাকে বেশি।
হবিগঞ্জের লাখাই উপজেলায় ছয়টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে হাওর ও বিলবেষ্টিত সদর ইউনিয়নে ১৫টি গ্রাম। বর্ষায় প্রায় চার মাস সব গ্রামই বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। প্রতিটি গ্রামেই যেতে দরকার হয় নৌকা। অথচ মাত্র ছয় কিলোমিটার সড়ক উঁচু করে নির্মাণ করলেই এই ৬ কিলোমিটার রাস্তা মধ্যে চিকনপুর থেকে লাখাই বাজার পর্যন্ত হতো পর্যটক কেন্দ্র । দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ দাবি জানিয়ে এলেও তা উপেক্ষিতই রয়ে গেছে। পানি কম থাকলে চিকন পুরের বীজের দুই পাশে বিকাল বেলায় পর্যটকদের ভিড় থাকে। আবার পানি যখন বেশি থাকে, তখন বাম দরগা বাড়ি থেকে ছোট ছোট নৌকা করে পর্যটকরা ঘুরে ।
লাখাইয়ের ঐতিহ্যবাহী দত্ত বাড়ি, শ্যামাচরণ ধার চৌধুরীর বাড়ি, কৃষ্ণপুরের স্মৃতিসৌধ দেখতে নৌকা যুগে পর্যটকরা যায়। লাখাই বাজার থেকে হবিগঞ্জ সদরের দূরত্ব ৩০ কিলোমিটার। শুকনো মৌসুমে এ সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, বাসে করে আসে। আবার অনেকেই কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রাম হাওড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে প্রায় ৩২ কিলোমিটারে সুবিশাল অলওয়েদার সড়ক। নৌকা যোগে গিয়ে মোটরবাইক বা অটোরিকশার মাধ্যমে হাওড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য কাছে থেকে দেখা যায়। বাঁধ বা সড়কে দাঁড়িয়ে হাওড় দেখা সাগর দেখার মতোই উপভোগ্য। নদীর জলের ঢেউ রাস্তায় আছড়ে পড়ার কলকল ধ্বনি মনকে উদ্বেলিত করে।হাওড়ের আকর্ষণীয় জায়গার মধ্যে রয়েছে মিঠামইনে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নিজ বাড়ি, নির্মাণাধীন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের প্রায় সাড়ে চারশ' বছরের পুরাতন দিলিস্নর আখড়া, সেই সময় থেকে দাঁড়িয়ে থাকা হিজল গাছ, করস গাছসহ অনেক দর্শনীয় স্থান। তবে পর্যটকরা জানান, দেশের দূরদূরান্ত থেকে এই হাওড়ে এসে থাকার জন্য সমস্যায় পড়তে হয় তাদের।
জৈন্তা বার্তা / টিটু
