
ছবি : নিজস্ব
জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন স্কুলের অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ই জুলাই) দুপুরে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মো মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।
এ সময় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল ও খেলার জন্য জার্সির সেট শিক্ষক প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয়ে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, যে তার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি জানান লেখাপড়ার পাশাপাশি শরীল, দেহ সুস্থতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। ইউনিয়ন পরিষদের যে টিম,ক্লাব, সংঘের পক্ষ থেকে কোন ট্রুর্ণামেন্টের আয়োজন করলে চেয়ারম্যান হিসেবে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেন বলে তিনি জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমাইয়া বলেন, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবলে জৈন্তাপুর উপজেলার অনেক সুনাম। তা ছাড়া অনূর্ধ্ব ১৭ সহ স্কুল কলেজ পর্যায়ে জৈন্তাপুর উপজেলা অনেক ভালো পারফরম্যান্স করে আসছে। তিনি বলেন উপজেলা প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে খেলাধূলার উন্নয়ণে সকলে এগিয়ে এলে সেটা জৈন্তাপুর উপজেলার ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক দিক। তিনি এমন আয়োজন করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল হালিম, আবদুল কাদির, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, ক্রীড়া সংগঠক আবদুল কাইয়ুম,হোসাইন আহমেদ, মাহবুবুর রহমান সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ অন্যান্যরা।
জৈন্তাবার্তা / জারা
