কোটা সংস্কারের দাবিতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৩৪

কোটা সংস্কারের দাবিতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৬:২০:৩৮

কোটা সংস্কারের দাবিতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : নিজস্ব


চলমান কোটা সংস্কারের দাবিতে দেশ ব্যাপী অনুষ্ঠিত আন্দোলনকে সমর্থন করে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান ফটকের সামনে সরকারি কলেজের শিক্ষার্থী নাজির ইমরানের সভাপতিত্বে এবং রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখবেন বিশ্বজিৎ নন্দী, রিয়াজুল আহমেদ, হিরন আহমেদ, সঞ্জীব দেব, মো. সালাউদ্দীন।

শিক্ষার্থীরা চরম বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানান। পাশাপাশি পিএসসি’র প্রশ্নফাঁস সহ সকল প্রতিষ্ঠানের দূর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করার এবং চাকুরীতে আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানান।

জৈন্তাবার্তা / জারা