জৈন্তাপুরে ব*জ্রপাতে নি হ ত শাহিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪৭

জৈন্তাপুরে ব*জ্রপাতে নি হ ত শাহিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ০১:৩৮:৫৬

জৈন্তাপুরে ব*জ্রপাতে নি হ ত শাহিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ছবি: সংগৃহীত


জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে নিহত তরুণ সাংবাদিক ও ক্যামেরাপারসন শাহীন আহমেদ (১৯) এর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে।

রবিবার (২৮শে জুলাই)  বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিহত শাহিনের বাবা আকবর মিয়ার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে এ সময় নিহতের পিতার হাতে নগত বিশ হাজার টাকা তুলে দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। 

উল্লেখ্য গত ১৮ই জুলাই শাহীন রাতে বাড়ী ফিরার পথে আকস্মিক ঝড়ের সময় বজ্রপাতে প্রাণ হারান। নিহত শাহীন জৈন্তাপুর তৈয়ব আলি ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। সে স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভির জৈন্তাপুর, গোয়াইনঘাট প্রতিনিধি দুলাল আহমেদ রাজুর ভাতিজা। বজ্রপাতের ঘটনায় দুলাল আহমেদ রাজুও আহত হন। নিহত শাহিন লেখাপড়ার পাশাপাশি সে বাংলা টিভির ক্যামেরাপারসন হিসেবে কাজ করতো। সম্প্রতি বন্যায় গোয়াইনঘাটের বানভাসি মানুষের দুরাবস্থার ভিডিও চিত্র ধারণ করে স্হানীয় গণমাধ্যম কর্মীদের নিকট তরুণ সংবাদকর্মী হিসেবে বেশ প্রসংশা কুড়িয়ে ছিলো।

এ দিকে নিহত শাহিনের বাবা আকবর মিয়াকে আর্থিক সহায়তার পাশাপাশি তার শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম লিয়াকত আলী ও নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

জৈন্তা বার্তা / টিটু