
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদলের সংঘর্ষে মহিলা সহ ২৫ জন আহত হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা যায়, লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া গ্রামের খানিপুর বাজারে রোববার (২৮ জুলাই) সকালে আজমল মিয়ার দলের ছেলেরা আবুল ফয়েজের ফার্মেসীর সামনে রাস্তায় ফুটবল খেলতে গেলে আবুল ফয়েজ নিষেধ করে এ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই দলের সংঘর্ষে হয়। এতে উভয় দলের প্রায় ২৫ জন লোক আহত হয়েছে।
আহতরা হলো এই গ্রামের পল্লী চিকিৎসক আবুল ফয়েজ (৫০) সামছু মিয়া (৪৮) মাছুমা খাতুন (৩৫) সাবিরা খাতুন (২৫) মজিবুর রহমান (৩২) মোশাহিদ মিয়া (৪০) মহসিন মিয়া (৪০) মনছুর মিয়া (৪৫) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে গুরুতর আহত মহসিন, মনছুর ও আবুল ফয়েজ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম জানান, এ ঘটনার সংবাদ পেয়ে আমার থানার পুলিশের উপ-পরিদর্শক আক্তারুজ্জামান একদল পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লাখাই দুই দলের সংঘর্ষে মহিলা পুরুষ সহ ২৫ জন আহত হয়েছে।
জৈন্তা বার্তা / টিটু
