দোয়ারাবাজারে সর্বজনীন পেনশনস্কীম বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০২:৪০ PM

দোয়ারাবাজারে সর্বজনীন পেনশনস্কীম বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৬:৩৩:৫১ AM

দোয়ারাবাজারে সর্বজনীন পেনশনস্কীম বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত  বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা কনফারেন্স কক্ষে সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত  বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে মত বিনিময় সভায় সমাজ সেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন,নির্বাহী অফিসার নেহের নিগার তনু।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রসাশক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। তিনি বলেন, বীর সেনানিবাস ও সার্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত  বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত তথ্য উপস্থিত সকলের নিকট আহবান জানান। পরে দোয়ারাবাজার থানা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার নবাগত সহকারী কমিশনার সান্ত শিংহ,এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  বদরুল হাসান,নাসরিন আক্তার,দীপান্বিতা দেবী, হাসিবুল হাসান ডিও, মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, মেহদী  হাসান,হৃদয়,মোঃ ফজলুল করিম টিপু, উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ,ভাইস চেয়ারম্যান প্রভাষক আবুবকর ছিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফর আলী,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, বি.আর ডিবি কর্মকর্তা শাহিন আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোঃ আম্বিয়া আহমদ,প্রধান সহকারী মোশাররফ হোসেন, সমবায় অফিসার মোফাজ্জল হোসেন,মহিলা বিষয়য়ক সহকারী এনামুল হক,সহ প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা