
ছবি: নিজস্ব
হবিগঞ্জের বাহুবলে ট্রাক-কভার্ডভ্যানেরর মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা (৩৮) নামের কভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালকও।
বৃহস্পতিবার (পহেলা আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার পুটিজুরী মাজার গেইট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কভার্ড ভ্যান চালক শেরপুর জেলার নকলা উপজেলার কায়দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী কাঁচামাল বোঝাই ট্রাকের সাথে সিলেটগামী দারাজ কোম্পানীর কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ট্রাকটি মহাসড়কের পাশে কাঁদে পড়ে গিয়ে উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে কতর্ব্যরত চিকিৎসক কভার্ডভ্যান চালক সোহেল রানাকে মৃত ঘোষনা করেন।
এদিকে আহত ট্রাক চালক যশোর জেলার কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের দেলোয়ার হোসেনর ছেলে জায়েদ মিয়া (২৩) কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
বাহুবল হাসপাতালের চিকিৎসক ডা.সাইদুল ইসলাম হতাহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তা বার্তা / টিটু
