জৈন্তাপুরে আগষ্ট মাসের বিভিন্ন দিবস পালনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:০৪ PM

জৈন্তাপুরে আগষ্ট মাসের বিভিন্ন দিবস পালনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৪:০০:৩৫ AM

জৈন্তাপুরে  আগষ্ট মাসের বিভিন্ন দিবস পালনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ২০২৪ ও ৫ই আগষ্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও ৮ ই আগষ্ট  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জৈন্তাপুরে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ।

সভায় আগামী ১৫ই আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৯তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন ও ৫ই আগষ্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও ৮ই আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালনের বিষয়ের বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা সুনারা বেগম, বীরমুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান। 

এ ছাড়াও প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক জালাল আহমেদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল আহমেদ, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, সদস্য মাহমুদ আলি,হানিফ আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ ইয়াহিয়া,সোহেল রানা।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি, যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহীনুর রহমান, সদস্য রাসেল আহমেদ, মাসুদ আহমেদ, নিক্সন রায়, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, আমিন আহমেদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল,জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সেলিম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, চিকনাগোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলি। 

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইমরান হোসেন দুলাল, বদরুল ইসলাম, সৈয়দ রাজু আহমেদ, সেচ্ছাসেবকলীগ নেতা মানিক আহমেদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, আহমেদ বুরহান, জাকারিয়া আলম সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / জারা