ভরা মৌসুমে পর্যটক খরা চায়ের রাজধানীতে
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:০০

ভরা মৌসুমে পর্যটক খরা চায়ের রাজধানীতে

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৭:১৩:১০

ভরা মৌসুমে পর্যটক খরা চায়ের রাজধানীতে

ছবি : নিজস্ব


মৌসুমে প্রতি বছরই পর্যটকের ব্যাপক আনাগোনা দেখা যায় চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে, তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ভরা মৌসুমে পর্যটক খরা দেখা দিয়েছে জেলাটিতে।

পর্যটনে এ মন্দাবস্থায় বেকার সময় পার করছেন হোটেল-মোটেলের কর্মী ও পরিবহন শ্রমিকরা। গত বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, এগুলোর বেশির ভাগই পর্যটকশূন্য। জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে নেই দেশি কিংবা বিদেশি দর্শনার্থী।

জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলো হলো কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর স্মৃতিসৌধ, মণিপুরীপাড়া, হামহাম জলপ্রপাত, ছয়সিঁড়ি দিঘি, ক্যামেলিয়া লেক, পাত্রখোলা লেক, পদ্মছড়া লেক, বামবুতল লেক ও হরিনারায়ণ দিঘি।

শ্রীমঙ্গলের চা-বাগান ছাড়াও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই), টি মিউজিয়াম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, হাইল হাওর, মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিল, নীলকণ্ঠ সাত রঙের চা কেবিন, বধ্যভূমি-৭১, চা-কন্যা ভাস্কর্যসহ নানা স্থান ঘুরে দেখেন দেশি-বিদেশি পর্যটকরা।

শহর থেকে একটু দূরে লাল পাহাড়, শঙ্কর টিলা, গরম টিলা, ভাড়াউড়া লেক, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী পল্লী, সুদৃশ্য জান্নাতুল ফেরদৌস মসজিদ ও হরিণছড়া গলফ মাঠ ঘুরে আনন্দ উপভোগ করেন তারা। এসব কেন্দ্র প্রায় পর্যটকশূন্য দেখা যায়। অথচ এ মাসের শুরুতেই এগুলো মুখরিত ছিল দেশি-বিদেশি পর্যটকে।

শ্রীমঙ্গলের হোটেল প্যারাডাইজের স্বত্বাধিকারী হাজী আবু জার বাবলা বলেন, ‘সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসের কারণে এমনিতেই পর্যটক সমাগম কম। তার ওপর এখন চলমান পরিস্থিতির কারণে আমাদের ব্যবসায় ধস নেমেছে। কোনো পর্যটক নেই। হোটেলের ৬০ শতাংশ আগাম বুকিং ছিল। সেগুলোও বাতিল হয়েছে।‘পর্যটক না আসলেও হোটেলের কর্মচারীদের বেতন দিতে হচ্ছে। বিদ্যুৎ বিলসহ অন্যান্য ব্যয় করতে হচ্ছে। এভাবে দীর্ঘদিন চললে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি আরও বলেন, ‘পর্যটক না আসায় বেকার সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরা। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে দিন পার করছেন তারা।’

শ্রীমঙ্গলে জনপ্রিয় চান্দের গাড়ির মালিক সবুজ মিয়া বলেন, ‘প্রতি শুক্রবার শ্রীমঙ্গল থেকে অন্তত ২০/৩০টা চান্দের গাড়ি জেলার বিভিন্ন এলাকায় পর্যটক নিয়ে বের হয়, কিন্তু এই সপ্তাহে একটি গাড়িও যায়নি। বেকার হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা।‘স্বাভাবিক অবস্থায় না ফিরলে শ্রমিকদের জীবন-জীবিকা থমকে যাবে। পর্যটন না থাকায় অর্ধশতাধিক পরিবহন শ্রমিক ও কর্মচারী বেকার হয়ে গেছেন।’

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমেদ বলেন, ‘চায়ের রাজধানী, বিভিন্ন টিলা ও বাহারি রকমের ভাষার মানুষের বসবাস এ জেলায়। তা ছাড়াও আম, কাঁঠাল, লিচু, আনারস দেখার জন্য পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে সবসময় এখানে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকের ঢল দেখা মেলে সবসময়, তবে এসব দেখতে হলে সপ্তাহখানেক আগ থেকেই হোটেল রিসোর্ট বুকিং নিতে হয়। তা না হলে হোটেল রিসোর্ট পাওয়া মুশকিল। জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জে দেড় শতাধিক হোটেল-রিসোর্ট আছে।

‘বন্যা ও বৃষ্টির কারণে গত মাসের শেষের দিকে পর্যটক কম থাকলেও জেলায় এ মাসের শুরু থেকে ১৫ তারিখ পর্যন্ত সকল হোটেল, রিসোর্টে ভালো পর্যটক ছিল, কিন্তু হঠাৎ করে দেশে ছাত্র আন্দোলনে নিমিষেই সব শেষ হয়ে যায়। এ কারণে অনেক পর্যটক বুকিং বাতিল করে দিয়েছেন। বেকার হয়ে পড়েছে সকল হোটেল, রিসোর্ট। এতে করে পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লাখ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন।’

লাউয়াছড়া জাতীয় উদ্যানের দায়িত্বরত ব্যবস্থাপক শাহিন আহমেদ বলেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ সময়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ দেশি-বিদেশি ট্যুরিস্ট আসতেন। তখন টিকিট বিক্রি করে সরকারের রাজস্ব আয় হতো ৩৫ থেকে ৪০ হাজার টাকা। ‘এখন গড়ে সাত থেকে আটজন পর্যটক আসছেন। এই কয়েক দিনে সরকারের রাজস্ব নাই বললেই চলে।’

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘এই মৌসুমে হাজার হাজার পর্যটক দেখা যেত। বর্তমানে পর্যটকের দেখা নাই বললেই চলে। তা ছাড়া সাধারণ ছুটি ও কারফিউর জন্য পর্যটক ছিল না। দেশের অবস্থা ভালো হলে সব ঠিক হবে।’

জৈন্তাবার্তা/ মনোয়ার


শীর্ষ সংবাদ:

৫২ বি জি বি অ ভি যা ন, ই য়া বা ট্যাবলেটসহ মা দ ক সম্রাট আসলাম গ্রে ফ তা র
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য লোকসংগীত শিল্পী সুষমা দাশ আর নেই
ওসমানীনগরে ভে জা ল মিশ্রিত মিষ্টি সামগ্রী চলছে র*মরমা ব্যবসাক!
আজমিরীগঞ্জে দু র্বৃ ত্ত রা বি*ষ দিয়ে পু ড়ি য়ে দিল কৃষকের সোনালী স্বপ্ন
হবিগঞ্জে ট্রাক চা পা য় তাবলীগ জা মা তে র দুই সদস্য নি হ ত
সিলেটে ঈদে ১৫ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা ,৭০ শতাংশ হোটেল-মোটেল আগাম বুকিং
মহান স্বাধীনতা দিবস আজ
মাঠজুড়ে খেললেন হামজা, এবারের মতো র*ক্ষা পেলো ভারত
‘রমজান ও ঈদে বড় চ্যা লে ঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা’
শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কা: আ হ ত ১৭