জৈন্তাপুরে ৪৭ বস্তা ভারতীয় চিনিসহ দুইজন আটক
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৭

জৈন্তাপুরে ৪৭ বস্তা ভারতীয় চিনিসহ দুইজন আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৭:২৯:২৪

জৈন্তাপুরে ৪৭ বস্তা ভারতীয় চিনিসহ দুইজন আটক

ছবি : নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৪৭ বস্তা ভারতীয় চিনি সহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তিরা হলেন, উপজেলার ঢুপি গ্রামের মোহাম্মদ আলির ছেলে নাজিম আহমেদ (২৫) ও নিজপাট দর্জিহাটি এলাকার ইকবাল হোসেনের পুত্র মনিরুজ্জামান সোহাগ ( ৩০)। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ জুলাই) রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মুক্তাপুর এলাকায় তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। 

এ সময় একটি ডিআই পিকআপে তল্লাশি চালিয়ে ৩৫ বস্তা চিনি সহ নাজিমকে আটক করা হয়। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ বাহাত্তর হাজার টাকার মত। 

অপর এক অভিযানে বৃহস্পতিবার (১  আগষ্ট) রাত ৩টায় ঘটিকায় তামাবিল মহাসড়কের চৈলাখেল পারভেজ স্টোন ক্রাশার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।  এ সময় একটি সাদা প্রাইভেট কার ( চট্ট- মেট্রো- গ- ১১-২৬৭৬) এ তল্লাশি চালিয়ে ১২ বস্তা ভারতীয় চিনি সহ মনিরুজ্জামান সোহাগকে আটক করে পুলিশ। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় আটান্ন হাজার আটশত টাকার মত।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি জানান উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পাশাপাশি আটক দুই আসামিকে বিজ্ঞআদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার


শীর্ষ সংবাদ: