ছবি: নিজস্ব
শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালনরতদের জোরপূর্বক পদত্যাগ করানো, নারী প্রতিষ্ঠান প্রধানদের শারীরিকভাবে হেনস্তা ও বল প্রয়োগ করে পদত্যাগ করানো ও অপদস্ত করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ - বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। একইসাথে দেশে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতেও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে পরিবর্তিত প্রেক্ষাপটে কিছু সুবিধাবাদী ব্যক্তি প্রচলিত আইন বা নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা না করে গায়ের জোরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লোকদের কাছ থেকে পদত্যাগপত্র লিখিয়ে নিচ্ছে বা তাদের স্থলে নিজেদের পছন্দের লোকদেরকে বসিয়ে দিচ্ছে। কিছু উচ্ছৃঙ্খল লোকজন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যায়ের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করছে। টেনেহিঁচড়ে তাঁর চেয়ার থেকে নামিয়ে দিয়েছে। সম্প্রতি এইচএসসি পরিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশ করে সেখানকার নিরাপত্তা বেষ্টনীকে উপেক্ষা করে শিক্ষা সচিবের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে চলমান পরীক্ষার অবশিষ্ট পত্রগুলোর পরীক্ষা বাতিলের ঘোষণা দিতে বাধ্য করে । এই অকল্পনীয় ঘটনাটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উপর যে নেতিবাচক প্রভাব ফেলবে, তাতে কোন সন্দেহ নেই। এমতাবস্থায়, বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় এক মারাত্মক সংকেটের মধ্য দিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। এতে শিক্ষার্থীদের পাঠদান এবং পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের মতো কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই অরাজক পরিস্থিতি চলতে পারে না। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশসহ পৃথিবীর সবদেশেই বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কাজের জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগদানের যেমন সুনির্দিষ্ট বিধান রয়েছে, তেমনি কাউকে তার পদ থেকে অপসারণেরও নির্দিষ্ট বিধান বা নিয়ম রয়েছে। সরকারি বেসরকারি
চাকুরীতে জনবল নিয়োগ বা পদচ্যুতির ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধান প্রয়োগের বিষয়টি নিশ্চিত করার জন্য এবং বলপ্রয়োগে পদত্যাগে বাধ্য করা ও শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাকবিশিস বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। একই সাথে যেসব কর্মকর্তা বা শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হয়েছে তা যেন আইনানুগভাবে গৃহীত না হয় মর্মে একটি সরকারি প্রজ্ঞাপন জারির ব্যাপারে বাকবিশিস বর্তমান সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছে।
জৈন্তাবার্তা / মনোয়ার