সিলেটে স্বর্নের চালনসহ যুবক আ ট ক
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩

সিলেটে স্বর্নের চালনসহ যুবক আ ট ক

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৪:৪৭:৩৫

সিলেটে স্বর্নের চালনসহ যুবক আ ট ক

ছবি : নিজস্ব


সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এর কাস্টমস ফাঁকি দিয়ে এন.এস.আই ও শুল্ক গোয়েন্দার  জালে প্রায় ১৬ কোটি ৩৬ লক্ষ ৮৩ হাজার ১২৮ টাকা মূল্যের সমপরিমাণ প্রায় ১৬ কেজি স্বর্নসহ এক যুবক কে আটক করেছে কতৃপক্ষ।

বুধবার (২৮ আগস্ট) সকালে দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর একজন যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে শতাধিক স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় ওই প্রবাসীকে আটক করা হয়েছে। 

আটককৃত হোসাইন আহমদ(২০) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন এর ঘোড়ামারা গ্রামের নুরুল ইসলাম এর ছেলে।

জানা যায় বুধবার ২৮ অগাস্ট সকাল  ০৮ টা ২১মিনিটে শারজাহ হতে আগত BG-252 নং ফ্লাইটের এক যাত্রীকে এন.এস.আই'র গোপন সংবাদের ভিত্তিতে এন.এস. আই এবং শুল্ক গোয়েন্দা নজরদারিতে রাখে। কাস্টমস কর্তৃপক্ষ স্ক্রিনিং করে কোন সন্দেহজনক কিছু না পেয়ে ছেড়ে দেয়। এন.এস.আই চ্যালেঞ্জ করে সিভিল অ্যাভিয়েশন শাখার সহায়তায় পুনরায় স্ক্রিনিং করে নিরাপত্তা স্কিনিং এক্সপার্টের মাধ্যমে উক্ত যাত্রীর মালামালে স্বর্ণের উপস্থিতি সনাক্ত করা হয়। পরবর্তীতে শনাক্তকৃত মালামাল ভেঙ্গে  ১০৫ পিছ গোল্ড বার ও সিলভার প্রলেপে মুড়ানো ৪ পিছ বড় গোল্ডসহ মোট ১৫ কেজি ৯১০ গ্রাম স্বর্ন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৬ কুটি ৩৬ লক্ষ ১২৮  টাকা।

এনএসআইর একটি সূত্র জানায়, গত রাতেই আমরা তত্ত্ব পেয়েছি বিপুল পরিমাণ স্বর্ন নিয়ে শারজাহ থেকে একজন যাত্রী BG-252 নং বিমানে সিলেটে আসছেন। তার ভিত্তিতে আমরা সকল যাত্রীদের আচরণ বিধি লক্ষ করি। অবশেষে আমরা এনএসআই ও শুল্ক গোয়েন্দার তৎপরতায় এই অভিযান সফল করতে সক্ষম হই।

জৈন্তাবার্তা / জারা