জৈন্তাপুরে নুরা ফাউন্ডেশনে মানবিক সহায়তা উপহারের ঘর হস্তান্তর
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪

জৈন্তাপুরে নুরা ফাউন্ডেশনে মানবিক সহায়তা উপহারের ঘর হস্তান্তর

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৪ ০৯:১৫:৪৯

জৈন্তাপুরে নুরা ফাউন্ডেশনে মানবিক সহায়তা উপহারের ঘর হস্তান্তর

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলা কহাইগড় গ্রামে মাথা গোঁজার ঠাঁই পেলেন হতদরিদ্র (৭০ বছরের বৃদ্ধা) রেহিমা বেগম। পাকা ঘর নির্মাণ করে দিয়েছে আর্তমান বতার সেবায় নিয়োজিত  নুরা ফাউন্ডেশন। 

উপজেলার পাটনিপাড়া গ্রামের কৃতি সন্তান  লন্ডন প্রবাসী নুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সামাজিক মানবিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম এর ব্যবস্থাপনায় ও সাংবাদিক জাহিদুল ইসলাম এর সহযোগিতা ( রবিবার ১ সেপ্টেম্বর)  বেলা ৪ ঘটিকায় উপজেলার কহাইগড় ১ম খন্ড গ্রামস্থ রেহিমা বেগম এর বাড়িতে নুরা ফাউন্ডেশনের পক্ষ থেকে  নির্মাণধীন মানবিক সহায়তা উপহারের ঘর টি এক অনুষ্ঠানের মাধ্যমে রেহিমা বেগমের হাতে ঘরের চাবি  তুলে  দেন অতিথি বৃন্দ।

এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি  উপস্হিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। তিনি বলেন আর্তমানবতার সেবায় জৈন্তাপুরের প্রবাসীরা অত্যন্ত আন্তরিক বিশেষ করে জাহাঙ্গীর আলমের এই মহতি উদ্যোগে  প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে একটি ঘর নির্মাণ করে দেওয়া যা একটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা জাহাঙ্গীর আলম কে।

 এইরকম মানবিক উদ্যোগ অব্যাহত থাকুক মানবতার তরে।  উপহারে ঘর পেয়ে রেহিমা বেগম মহা খুশী।  তিনি জানান কিছুদিন আগেও মাথা গোঁজার কোন ঠাঁই ছিলো না এখন নতুন ঘরে পেয়েছি। যা জীবনে স্বপ্নও ভাবিনি  যে এমন একটি ঘর হবে। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি  মানবিক মানুষ  প্রবাসী জাহাঙ্গীর আলমের প্রতি।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, বিশিষ্ট মুরব্বি আকম হোসেন চৌধুরী,  সাবেক ইউপি সদস্য হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ, ফরিদ আহমেদ,আলী আহমদ,  সাবেক ছাত্রনেতা  তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ, আরিফ আহমদ, জাবলু, সাদ্দাম, কয়েছ প্রমূাখ।

জৈন্তাবার্তা / মনোয়ার