ছবি: নিজস্ব
একক কবিতা পাঠ ও সাহিত্য আড্ডায় চিন্তার আদান-প্রদান যেমন থাকে তেমনি কবির একক কবিতা পাঠ, তার বিচার-বিশ্লেষণ কবির লেখাকে পরিপুষ্ট করে তোলে। সাহিত্য আড্ডা কবি-লেখককে কাছাকাছি নিয়ে আসে। সাহিত্যসন্ধির (নতুনত্বের সন্ধানে) উদ্যোগে এরকম আয়োজন বসেছিল কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের একক কবিতা পাঠ ও সাহিত্য আড্ডার। তাঁর রচিত কবিতার শিল্পিত উচ্চারণে মুগ্ধ দর্শক। কবির কণ্ঠে কখনো প্রেম, কখনো প্রতিবাদ এভাবেই জমে উঠেছিল আসর। গতকাল শুক্রবার সন্ধ্যায় এমন আয়োজন বসেছিল সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়। কবি শান্তা কামালীর সভাপতিত্বে সাহিত্য আড্ডা ও একক কবিতা পাঠ নিয়ে আলোচনা করেন কবি ও ছড়াকার শাহাদত বক্ত শাহেদ, অধ্যাপিকা জান্নাত আরা খাঁন পান্না, সমাজসেবক আজম মন্ডল রানা, শিপারা শিপা।
এছাড়া বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক দেলোয়ারা বেগম, কবি ও ব্যাংকার ফজলুল হক, গাঙচিলের সিলেট জেলার সভাপতি জগলুল হক, কবি ও প্রাবন্ধিক মোস্তাফিজ সৈয়দ, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক আব্দুল মালেক, কবি আশালতা, কবি রোকসানা বেগম, কবি ফাতেমা, কবি নাজমা, শাব্বির আহমদ অপু, শাকিব আহমেদ শাকিব, কয়েছ আহমদ, কবি ও গল্পকার মাহফুজ জোহা, মাকসুদুর রহমান, সুবেদ আহমদ, কবি সাজিদুর রহমান, কবি মাসুক মিয়া, কবি ও শিক্ষক ছয়ফুল আলম পারুল, ফরিদ আহমদ, শোয়েব আহমদ, কবি জসিম হাসান রাফী প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার