সিলেটে র‌্যাবের হাতে আটক আ’লীগ নেতা
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:১৮

সিলেটে র‌্যাবের হাতে আটক আ’লীগ নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০১:০৪:৪৫

সিলেটে র‌্যাবের হাতে আটক  আ’লীগ নেতা

র‌্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতা অদুদ আলম (৫৬)


সিলেটে অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯। রোববার বিকাল ৩টার দিকে নগরীর জালালাবাদ থানার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক অদুদ আলম (৫৬) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি ৪নং কালারুকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।

তিনি- গত ৩ সেপ্টেম্বর এসএমপির কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টার মামলার আসামি ও তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল।

জৈন্তাবার্তা / এনআর