ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে প্রশাসনের অভিযানে জরিমানাকৃত বালুবাহী নৌযান জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে আজমল হোসেন (২২) নামে স্বঘোষিত এক ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে। সে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে।
২৪ সেপ্টেম্বর সিলেট এসএমপির জালালাবাদ থানার জৈনকারকান্দি এলাকার সিরাজ মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানা, উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত মেজরের বরাবর আজমল সহ আরো চার জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করেন।
স্থানীয়রা জানান , সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোয়াইন নদীতে প্রশাসনের অভিযানে জরিমানাকৃত বালুবাহী নৌযান থেকে চাঁদা দাবি করতে গিয়ে লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে আজমল হোসাইনের উপর সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে গণধোলাই দেন। পরে সে উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হয়ে গণধোলাইয়ের কথা জানায়।
এ ব্যাপারে আজমল চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে তার উপর এমন আক্রমণের সুষ্ঠু বিচার দাবি করে এবং সে সহ আরো চারজনের নাম উল্লেখ করে উপজেলা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে সহযোগিতা চায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত বালু বহনকারী নৌযান থেকে ১,৫০০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে নৌকাগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং বালুবাহী নৌকা থেকে চাঁদা দাবি করার একটি অভিযোগ পাওয়া গেছে।তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার