ছবি: সংগৃহীত
গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলা সদরে কলেজ রোড সংলগ্ন কার্যালয়ে সংগঠনের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অতুল চন্দ্র নাথের সঞ্চালনায় এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।এই সভায় সকলের মতামতের ভিত্তিতে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে নতুন দায়িত্বশীল সদস্য নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সদস্য হতে সংগঠনের নিয়ম অনুযায়ী সদস্য ফরম পূুনণ করে আগ্রহী সদস্যরা আবেদন করতে পারবেন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন পদের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
উপজেলার নির্যাতিত নিপীড়িত শ্রমিকদের নায্য দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে সংগঠনটি ২০২৩ সালে উপজেলার ১৩টি ইউনিয়নের দায়িত্বশীল শ্রমিকদের নিয়ে গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠিত হয়।
জৈন্তাবার্তা / সুলতানা