বিয়ানীবাজারে জমিয়তে যোগ দিলেন ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৫৯

বিয়ানীবাজারে জমিয়তে যোগ দিলেন ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৩:১৬:২২

বিয়ানীবাজারে জমিয়তে যোগ দিলেন ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি


গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে এক দল ত্যাগ করে ভিন্ন দলে যোগদানের মতো বহু ঘটনা প্রকাশ্যে আসে। সেই ধারাবাহিকতায় এবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জমিয়তে উলামায়ে ইসলামে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদের কাছ থেকে দলের সদস্য ফরম সংগ্রহ ও পূরণ করে আনুষ্ঠানিকভাবে জমিয়তে যোগ দেন আওয়ামী লীগ নেতা ছাদ উদ্দিন।

জমিয়তে উলামায়ে ইসলামে যোগ দেওয়া ছাদ উদ্দিন বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের ৫নং শালেশ্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

ছাদ উদ্দিনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ। তিনি বলেন, ছাদ উদ্দিন আওয়ামী লীগের একটি ওয়ার্ড শাখার সাবেক সভাপতি ছিলেন। তবে এখন থেকে তার আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তিনি জমিয়তের দলীয় ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

জমিয়তে যোগ দেওয়া প্রসঙ্গে ছাদ উদ্দিন বলেন, একজন মুসলমান হিসেবে আমি সবসময় আলেম-উলামাদেরকে পছন্দ করি। আওয়ামী লীগ যখন আলেম-উলামাদের ওপর অত্যাচার শুরু করে তখন থেকেই আমি দলটির ওপর আস্থা হারিয়ে ফেলি। আখেরাতে যাতে আল্লাহ আমাকে আলেম-উলামার সাথে রাখেন এই উদ্দেশ্যেই আমি আলেমদের এই দলে যোগ দিয়েছি। 

এসময় ছাদ উদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর নেজাম কায়েমের লক্ষ্যে আমৃত্যু জমিয়তের কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে জানতে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, আওয়ামী লীগ নেতা ছাদ উদ্দিন ছাড়াও এর আগে গত ২৪ আগস্ট দেশের অন্যতম বৃহৎ সংগঠন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার বর্তমান কমিটির সহ-সভাপতির পদে থাকাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হয়েছিলেন আহমদ শরিফ সামি। এ ঘটনা দেশের প্রায় সকল জাতীয় গণমাধ্যমে আসার পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি অন্য দল থেকে জামায়াতে যোগদানে বিধি আরোপ করে। 

জৈন্তা বার্তা / আরআর