মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কাকুয়ার পারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:০২

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কাকুয়ার পারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১২:০৪:০৭

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কাকুয়ার পারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ছবি: মহানবী কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কাকুয়ার পারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার একাংশ


মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে সিলেট সদরের কাকুয়ার পারে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) আসরের নামাজের পর সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের কাকুয়ার পার জামে মসজিদ সংলগ্ন সিলেট কোম্পানীগঞ্জ মহা সড়কের পাশে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা। প্রতিবাদ সভায় রায়হান আহমদ ইফাজের পরিচালনায় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন- মো. জহির আলী, ক্বারী মাওলানা ইব্রাহিম বিন আশরাফী, হাফিজ সালেহ আহমদসহ ও অন্যান্যরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি মুলুক বক্তব্য করে এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতাও সমর্থন দেয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। এ ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচার করতে হবে। বক্তারা আরও বলেন, আমরা মোদীকে সতর্ক করতে চাই, অবমাননাকারীদের বিরুদ্ধে অবিলম্বে রাষ্ট্রীয় ব্যবস্থা নিন। মুসলমানদের বিশ্বাস পরীক্ষা করবেন না। সহ্য করতে পারবেন না। আমরা রাসুলুল্লাহ সা.-এর জন্য আমাদের জীবনটাই উৎসর্গ করবো কিন্তু অপমান সহ্য করবো না। এসময় বক্তারা বলেন অন্তর্বর্তীকালীন সকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন চিহ্নিত অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদের মাধ্যমে এই দুঃসাহস বন্ধ কারার দাবী জানান । প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল মহাসড়কের অর্ধ কিলোমিটার প্রদক্ষিণ করে কাকুয়ার পার পয়েন্টে এসে শেষ হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফরোজ মিয়া, ফিরোজ মিয়া, হাসান মিয়া, মফিজ উল্লাহ, শাহজাহান সরদার, নিজাম উদ্দীন, লুকমান মিয়া, মুন্না মিয়া, তারা মিয়া, ইমতিয়াজুল হক সিফাত সাব্বির, নুরুল আমিন, সাদিক, জাহিদ, তুহিন, মা হাদুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষক প্রমুখ। উল্লেখ্য, গত আগস্ট মাসে রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি।

জৈন্তাবার্তা / রহমান