শূন্য হাতে ফিরেছেন সাকিব!
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৩৯

শূন্য হাতে ফিরেছেন সাকিব!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৪ ১২:০১:০৫

শূন্য হাতে ফিরেছেন সাকিব!

ছবি:সংগৃহীত


রাজনৈতিক জীবন নিয়ে বিতর্ক থাকলেও ক্রিকেট মাঠে যে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার তা নিয়ে কারো দ্বিমত নেই। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে জানিয়ে দিয়েছেন অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে টেস্ট থেকে অবসর নিতে চান। কিন্ত হত্যা মামলার আসামি হওয়ায় তার দেশে ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সেই হিসেবে কানপুর টেস্টকেই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হিসেবে দেখছেন অনেকেই। আর নিজের এই “শেষ টেস্টে” শেষ ইনিংসে শূন্য রানে আউট হলেন সাকিব।

মঙ্গলবার (১ অক্টোবর) কানপুর টেস্টের পঞ্চম দিন রবীন্দ্র জাদেজার বলে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান

জৈন্তাবার্তা / সুলতানা