ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতকে আগামী ৩১ শে অক্টোবর খেলাফত মজলিসের " কর্মী সমাবেশ " সফলের লক্ষ্য উপজেলা ও পৌর শাখার যৌথ নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের জাবা মেডিকেল সেন্টারের ২য়তলায় অস্থায়ী কার্যালয়ে পৌর খেলাফত মজলিসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সোলাইমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা ছদরুল আমিন, ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই,সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন সহ উপজেলা ও পৌর শাখার দায়িত্বশীল নেতৃ বৃন্দ, সভায় কর্মী সমাবেশ সফল করার লক্ষ্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভাপতির বক্তব্য মাওলানা জহির আহমদ বলেন আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্টা করতে হলে আগে নিজেকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে হবে। ইসলামি আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দুনিয়ার লোভ লালসা ছেড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। ইমানী দায়িত্ব মনে করে ৩১ শে অক্টোবরের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্য খেলাফত মজলিসের কর্মি স্বমর্থকদের ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।
জৈন্তাবার্তা / জারা