গোয়াইনঘাটের খালেদ আহমদ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, কৃতজ্ঞতা প্রকাশ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৫৭

গোয়াইনঘাটের খালেদ আহমদ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, কৃতজ্ঞতা প্রকাশ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০৮:৩৩:৪৯

গোয়াইনঘাটের খালেদ আহমদ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, কৃতজ্ঞতা প্রকাশ

ছবি: নিজস্ব


সিলেট জেলা  যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্মসাধারণ সম্পাদক এর পদ পেয়েছেন  গোয়াইনঘাট উপজেলার ৮ নং তোয়াকুল ইউনিয়নের তরুন রাজনীতীবীদ রাজনৈতিক পরিবারের ব্যক্তিত্ব সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ।

গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সহকারে প্রকাশ পায়। সেই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের স্থান পান খালেদ আহমদ।

তাকে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদের দায়িত্ব প্রদান করায়  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ও জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি সৎ ও নিষ্টার সাথে দলের সকল কার্যক্রম ও সাংগঠনিক দায়িত্ব পালনে  সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

খালেদ আহমদ বলেন, দলের দুঃসময়ে রাজপথে আন্দোনে সক্রিয় ছিলাম। যার জন্য দলের শীর্ষ নেতারা আমাদের মুল্যায়ন করেছেন। আগামীতে একটি অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেও রাজ পথে থাকবো।

এদিকে, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় খালেদ আহমদ-কে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি ও মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য এবং ও শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেককে সভাপতি ও মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন সাধারণ সম্পাদক করে মহানগর শাখায় ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। যুবদলের দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দফতর সেল থেকে এ কমিটি প্রকাশ করা হয়

জৈন্তাবার্তা / মনোয়ার