ছবি : ফাইল ফটো
মৌলভীবাজার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে একমাস মেয়াদি ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং “ইয়ুথ কিচেন” ও মৎস চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর সোমবার সকালে উপপরিচালক ফরহাত নূর এর সভাপতিত্বে সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন-যুবরাই হচ্ছে দেশের মূল চালিকাশক্তি। তাদেরকে যদি সঠিক ভাবে কাজে লাগিয়ে মানবসম্পদে রুপান্তর করা যায় তাহলে দেশ আরও উন্নত হবে এবং বহির্বিশ্বে কাজের ক্ষেত্রে মূল্যায়ণ হবে।
তিনি আরও বলেন এখান থেকে প্রশিক্ষন নিয়ে সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে তারা অন্যদেরকেও কাজের সুযোগ তৈরি করে দিতে পারবে। তাতেই প্রশিক্ষণ নেওয়াটা সার্থক হবে।
পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানান ও প্রশিক্ষণটা যাতে সবাই মনোযোগ দিয়ে করে এবং বাস্তব জীবনে কাজে লাগায় সে বিষয়ে জোর দেন।
জৈন্তাবার্তা / রহমান