জরায়ু-মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার স্ক্রীনিংয়ের পাশাপাশি প্রতিরোধের উদ্দেশ্যে অফিস হিস্টেরোস্কপি, কলপোস্কপি ও ভায়া পরীক্ষা কার্যক্রম শুরু করেছে সিলেটের বিয়ানীবাজারের সিএমএইচ গ্রুপ দ্বারা পরিচালনা আয়েশা হক হাসপাতাল। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ২টায় হাসপাতালের হলরুমে নতুন এই সেবাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সিএমএইচ গ্রুপের চেয়ারম্যান ডা. শাহিদ আহমদ তুহিনের সভাপতিত্বে এবং ডিরেক্টর আনিসুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইনোকলজিক্যাল লেপারোস্কপিক এন্ড হিস্টরোস্কপিক সার্জন ডা. অসীম কুমার সাহা ও প্রধান আলোচক ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্ এন্ড গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. সংগীতা দেবী।
বিশেষ অতিথি ছিলেন জেনারেল এবং লেপারোস্কপিক সার্জন ডা. মো. মাসুদ হোসেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ, শর্মিলা চক্রবর্তী, ডা. আরিফুল ইসলাম, ডা. ছাইফুল হাসান শফি, ডা. আজহারুল ইসলাম রানা, আয়েশা হক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুল ইসলাম, ডা. ফাহিমা শিরীন ও সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৭ হাজার ৬'শ জন নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় ১০ হাজার ৩'শ জন মৃত্যুবরণ করেন। অথচ নিয়মিত জরায়ুমুখ পরীক্ষা করলে প্রাথমিক অবস্থাতেই এই ক্যান্সারের পূর্বলক্ষণ ধরা পড়ে এবং শতভাগ মুক্তি পাওয়া যায়। এমনকি অপারেশন করে জরায়ুও ফেলে দিতে হয় না। বিয়ানীবাজারের মতো একটি জনপদে অবস্থিত আয়েশা হক হাসপাতাল ভায়া টেস্ট ও কলপোস্কোপি করার সুযোগ করে দিয়েছে। যার উপকারিতা ভোগ করবেন এখানকার স্থানীয় রোগীরা। শুধু তাই নয়, এই হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা পর্যায়ে দেশের প্রথম বিয়ানীবাজারেই অফিস হিস্টেরোস্কপি পরীক্ষারও সুযোগ করে দিয়েছে। বক্তারা আয়েশা হক হাসপাতালের সেবাদানমূলক সকল কার্যক্রমের সফলতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের পরিচালনা পর্ষদ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / রহমান