গোলাপগঞ্জে স্ত্রী র হাতে ইমাম খু ন
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৬ AM

গোলাপগঞ্জে স্ত্রী র হাতে ইমাম খু ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৬:৪৪:৫১ AM

গোলাপগঞ্জে স্ত্রী র হাতে ইমাম খু ন

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩২) নামের এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকেল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় ঘাতক স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহত ইমাম রুহুল আমিন ডৌবাড়ি ইউনিয়নের গ্রামের ডেমি গ্রামের বাসিন্দা ও হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোন এক সময় স্ত্রী স্বামী রুহুল আমীনকে প্রথম অচেতন করে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিছে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমীনের বাবার বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজনকে জানান তার স্বামীকে তিনি খুঁজে পাচ্ছেন না। এরপর বিকেল ৫টার দিকে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমীনের লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘাতক স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসেন।

জানা যায়, নিহত মাওলানা রুহুল আমিন ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সাথে তার দীর্ঘদিন থেকেই পারিবারিক মনমালিন্য চলে আসছিল।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের। তিনি বলেন, প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে বিষমুক্ত সবজি চাষ বদলে যাচ্ছে গ্রামীণ কৃষি
টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরে গান বাজনা নিষিদ্ধ
নির্বাচনের সময়ে ষড়*যন্ত্র শুরু হয়, সবাইকে সজাগ থাকতে হবে- তাহসিনা রুশদী লুনা
কেন্দ্র থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি,তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেব- হাকিম চৌধুরী
কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পুনর্বি*বেচনার দাবি আবেদ রাজার
মঙ্গলবারও সিলেটের বহু এলাকায় বিদ্যুৎ থাকবে না
নাসের রহমানের বক্তব্যে হবিগঞ্জ-মৌলভীবাজারে উত্তে*জনা, মুখো*মুখি পরিবহণ মালিক-শ্রমিকরা
জৈন্তাপুর ও কানাইঘাটে ৩৫ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ
কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহ*ত্যা
লাল শাপলা বিলের সৌন্দর্য ম্লান করছে কচুরিপানা