জৈন্তাপুরে বিজিবির হাতে রোহিঙ্গা যুবক আ টক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬

জৈন্তাপুরে বিজিবির হাতে রোহিঙ্গা যুবক আ টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৪ ১২:৫৮:৪৬

জৈন্তাপুরে বিজিবির হাতে রোহিঙ্গা যুবক আ টক

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৮ বিজিবি, সিলেট ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত মিনাটিলা বিওপি ক্যাম্পের সদস্যরা। আটক হওয়া সেই রোহিঙ্গা যুবকের নাম আনিসুর রহমান (২০)। সে মিয়ানমারের মুংডু জেলার ডংখালি গ্রামের বাছা মিয়া ও বানু বেগমের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ( ১৯শে অক্টোবর)  বিকেল ৪:৪০ মিনিটে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী কেন্দ্রী গ্রামের ১২৮৩ নম্বর পিলারের ৫০০ গজ অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী গ্রাম হতে তাকে আটক করা হয়। এ সময় সে বিজিবি সদস্যদের নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় প্রদান করে।

পরে জিজ্ঞাসাবাদে সে জানায় গত ৭ বছর আগে মিয়ানমার হতে সে বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থী হিসেবে অনুপ্রবেশ করে। সে সময় জামতলি টেংখালি শরনার্থী শিবিরে একমাস অবস্থান করে সেখান থেকে কৌশলে পালিয়ে চট্টগ্রাম চলে আসে।

পরে চট্টগ্রামের বোয়ালখালি সিএফএস এলাকায় দীর্ঘ কয়েক বছর রাস্তার পিচ ঢালাইয়ের শ্রমিক হিসেবে কাজ করে সে। গত ১৯ শে সেপ্টেম্বর  অধিকতর ভালো কাজের সন্ধানে ট্রেনযোগে সে সিলেট চলে আসে।

সিলেটে এসে উপশহর এলাকায় তার নিকট হতে মোবাইল টাকা পয়সা ছিনতাইকারীরা ছিনিয়ে নেয়। পরে সিলেট উপশহর এলাকায় কয়েকদিন রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ নেয়। শনিবার সে জাফলং এলাকায় বেড়াতে আসে বলে জানায়। পরে ওদিন বিকেলে কেন্দ্রী ঝিঙাবাড়ী এলাকায় অবস্থান করলে স্হানীয়দের সন্দেহ হলে তারা মিনাটিলা বিওপিতে খবর দেয়।

পরে বিজিবি তাকে আটক করে রাতে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে। এ সময় তার সাথে একটি প্লাস্টিকের ব্যাগে কিছু জামা কাপড় ও বালিশ পাওয়া যায়। তার সাথে একটি খাতা ও কলম রয়েছে। এতে কোথায় কখন সে যাতায়াত করে সব সেখানে লিখে রেখেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান পিএসসি রোহিঙ্গা যুবকের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এফডিএমএন ক্যাম্প হতে পালিয়ে সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলো। শনিবার মিনাটিলা বিওপির সদস্যদের হাতে আটকের পর তার নিকট হতে কোন পরিচয়পত্র পাওয়া যায় নি। তিনি জানান আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান