জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র সায়েম নিঁখোজ
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১০

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র সায়েম নিঁখোজ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৯:৪৬:৫৩

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র সায়েম নিঁখোজ

ছবি: নিজস্ব


দুইদিন ধরে নিঁখোজ রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম সায়েম (১৬)। সে জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ১ নং লক্ষিপুর গ্রামের ব্যবসায়ী সাব্বির আহমদ হিরণের পুত্র।

নিঁখোজ সায়েমের পারিবারিক সূত্রে জানা যায়, সায়েমের পরিবার সিলেট সদরের বটেশ্বর খাদিমপাড়া এলাকায় বাসা ভাড়া করে থাকে। গত বুধবার (২০শে নভেম্বর)  রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় খাদিমপাড়াস্হ চুয়াবহর বাসা নং - ১৭৭ হইতে নামাজের কথা বলে বের হয়ে যায়।

পরবর্তীতে সে আর বাড়ী ফিরে আসে নি। ওই সময় তার বাড়ী ফিরতে বিলম্ব দেখে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজ নিয়ে তার অনুসন্ধানে ব্যর্থ হন।

পরেরদিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি সহ স্হানীয় বাসিন্দারা তার সন্ধান চেয়ে পোস্ট করতে থাকেন। কিন্তু দিনব্যাপী তার কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২১শে নভেম্বর)  তার বাবা সাব্বির আহমেদ হিরণ শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। 

নিঁখোজ সায়েমের চাচা দিলাল আহমেদ জানান, বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো লাল খয়েরী রংয়ের টি-শার্ট। ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা গড়নের সায়েম সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন স্বরিদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৭১৫-৬৪৪৩৪৩( হিরণ) এই নাম্বারে অথবা অফিসার ইনচার্জ শাহ্পরান (রহঃ) থানায় যোগাযোগ করতে সবিনয় অনুরোধ জানিয়েছে তার পরিবার। 

এদিকে নিঁখোজ সায়েমের সন্ধান চেয়ে তার বাবার সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহঃ)  থানার ইন্সপেক্টর (তদন্ত)  ইন্দ্রনিল ভট্টাচার্য। তিনি জানান নিঁখোজ সায়েমের সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

জৈন্তাবার্তা / সুলতানা