ছবি নিজস্ব
হেমন্তের শুরুতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শীত নামতে শুরু করেছে। গত দুইদিন ধরে রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকে উপজেলার আকাশ। সারাদিন সূর্যের খুব একটা দেখা মিলছে না। ফলে মানুষ গরম কাপড় পড়তে শুরু করেছেন।
এমন অবস্থায় শীতের আবির্ভাবের প্রস্তুতি নিচ্ছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ফুটপাতের পাশে স্বল্পমূল্য আয়ের মানুষের জন্য পুরাতন ও কম মূল্যের গরম কাপড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে বিভিন্ন অভিজাত দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছে।
উপজেলার টিএনটি রোডের ডলফিন ফ্যাশনের সত্ত্বাধিকারী জহিরুল ইসলাম জানান, এবার শীতের শুরুতেই তারা নতুন নতুন ডিজাইনের সোয়েটার, ব্লেজারসহ বিভিন্ন শীতের পোশাক মজুদ করেছেন। শীতের প্রভাব আরেকটু বাড়লেই বেচাকেনা ভালো হবে বলে তারা আশা করছেন।
এদিকে সাধারণ ক্রেতারা জানাযন, এমনিতেই বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে তারা আর্থিক সংকটে রয়েছেন। ফলে শীতের কাপড় কিনতেও হিমশিম খাচ্ছেন তারা। অন্যান্য বছরের চাইতে এবার শীতের পোশাকের মূল্য অনেক বেড়েছে বলে ক্রেতারা জানান।
তবে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে এবারে শীতের পোশাকের মূল্য বৃদ্ধি হওয়ায় তাদেরকে বেশি দামে কিনতে হয়েছে। তাই তাদেরও বাড়তি মূল্যে শীতের কাপড় বিক্রি করতে হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর