সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৬১ বোতল বিদেশি মদসহ একটি ডিআই পিকআপ আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ল্যান্স কর্পোরাল মাসুদ আহমেদের নেতৃত্বে সেনাসদস্যরা উপজেলার দরবস্ত সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্টে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় সিলেটগামী একটি নেভি ব্লু রঙের ডিআই পিকআপকে সন্দেহভাজন হিসেবে সিগন্যাল দিলে চালক সেনাবাহিনী দেখে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে সেনাসদস্যরা গাড়িতে তল্লাশী চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৬১ বোতল বিদেশি মদ উদ্ধার করেন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিধিমোতাবেক আটককৃত মাদকদ্রব্য ও ডিআই পিকআপ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃত মদগুলোর মধ্যে ২০ বোতল রয়েল স্ট্যাগ ৩৭৯ মিলি, ১০ বোতল রয়েল স্ট্যাগ ৭৫০ মিলি, ১১ বোতল ইম্পেরিয়াল ব্লু ৭৫০ মিলি ও ২০ বোতল ম্যাকডাওয়েলস ৩৫০ মিলি ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। জব্দকৃত মদ পুলিশ হেফাজতে রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর