ছবি: নিজস্ব
মৌলভীবাজারে পুলিশ এসল্ট মামলায় বিএনপি যুবদল ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী মামলা থেকে খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান রায় দেন।
জানা যায়, ২০১৮ সালে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজারে জিয়ারত করতে আসলে শেরপুরে মৌলভীবাজার জেলা বি এন পি, যুবদল, ছাত্রদল হাজার হাজার নেতাকর্মী অভিনন্দন জানাতে জড়ো হয়, এসময় পুলিশের হামলায় সংঘর্ষ শুরু হয়।
এই ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা হয়,দীর্ঘদিন মামলা চলাকালে ৯ আসামিকে বিচারের জন্য রেখে বাকীদের অব্যাহতি দেওয়া হয়, আজ এই মামলা জি আর ২৯/১৮ রায় প্রদান করা হয়। রায়ে আসামী জি এম মোক্তাদীর রাজু, গাজি মারুফ মিয়া, সারওয়ার মজুমদার ইমন, সিরাজুল ইসলাম, আফিয়ান চৌধুরী শিপু, মাহফুজুর রহমানসহ অন্যান্যদের খালাস দেওয়া হয়।
উল্লেখ্য এই মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান রাজা মিয়া ইন্তেকাল করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার