ছবি: নিজস্ব
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিনএ স্লোগান কে সামনে রেখে উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগনের প্রথম দিনের ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুশফিকীন নূর।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, উপজেলা অর্থনৈতিক শুমারি সমন্বয়কারী দিলোয়ার হোসেন, জোনাল অফিসার আহসান আলী,আইটি সুপারভাইজার ইবাদুর রহমান, রাহুল চৌধুরী।
সুনামগঞ্জ জেলায় দুই জন সমন্বয়কারী (ডিসিসি), ২৮ জন জোনাল অফিসার, ২৮ জন আইটি সুপারভাইজার, ১৮৩ জন সুপারভাইজার ও ৮৯৪ জন তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে কাজ করবেন। জেলায় মোট ১ লক্ষ ২৮ হাজার ৪৫৪টি অর্থনৈতিক প্রতিষ্ঠানের নাম প্রাথমিকভাবে তালিকাবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৭৪ হাজার ১৯২টি স্থায়ী ও ৫৪ হাজার ২৬২টি অস্থায়ী। তথ্য সংগ্রহকারীরা ট্যাব ব্যবহার করে CAPI এ্যাপের মাধ্যমে ডিজিটাল প্রক্রিয়ায় (১০থেকে ২৬ডিসেম্বর)কাজ করবেন।
জৈন্তাবার্তা / মনোয়ার