ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা মিলম মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ প্রকৌশলী বেলাল হোসেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, সদস্য তমাল পোদ্দার, আমির আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, অধ্যাপক পঙ্কজ কুমার সরকার, পানি উন্নয়ন বোর্ড ছাতকের উপসহকারী প্রকৌশলী মাসুম চৌধুরী, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দিলীপ চন্দ্র দত্ত, শিক্ষক অজয় কৃষ্ণ পাল, মিন্টু কুমার দে, প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, উপজেলা পরিষদ সিএ জিতেন বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এজন্যে ১৪ ডিসেম্বর সকাল ১০টায় শিখা সতেরোয় পুস্পস্তবক ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির ও অন্যান্য উপসানলয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা, েসকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
জৈন্তাবার্তা / রহমান