
ছবি: নিজস্ব
অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে নগরীতে সিআইপি(CIP) গোলাম জিলানী ও অক্সফোর্ডের কাউন্সিলর আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন কে সংবর্ধনা দিয়েছে গোয়াইনঘাট ছাত্র পরিষদ।
গতকাল বুধবার ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭ ঘঠিকায় নগরীর আম্বরখানাস্ত একটি অভিজাত্য হোটেলের হলরুমে সংগঠনের সভাপতি শিব্বির আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনাঈম এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের উপদেষ্টা প্রবীন রাজনীতিবিদ হাজী উসমান গনি,. প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, লন্ডন টাওয়ার হ্যালম্যাট্স এর স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।
বিশেষ ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, আন্তজাৰ্তিক পর্যায়ে বানিজ্যিক খাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন কারী কমিউনিটি নেতা সদ্য মনোনীত সিআইপি গোলাম জিলানী ও ব্রিটেনের অক্সফোর্ডের উইটনী সিটির নব নির্বাচিত কাউন্সিলর, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন।
আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এডভোকেট কামরুজ্জামান সেলিম,
রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কামরুল হাসান শেরগুল, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, আলোকিত গোয়াইনঘাট এর সম্পাদক আমির উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হারুন আহমদ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবলু, মাষ্টার লুৎফুর রহমান, মাষ্টার সামছুজ্জামান, এডভোকেট জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট রিপোর্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, পোষ্ট মাষ্টার নাসির উদ্দিন, সংগটনের সাবেক সভাপতি জসীম উদ্দিন বাহার, জাতীয় নাগরিক কমিটির নেতা ফয়সল আহমদ, তাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সুহেল আহমদ রানা, যুগ্ম সম্পাদক আলীম উদ্দিন, খাইরুল আমীন, আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিদের হাতে ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
জৈন্তাবার্তা / সুলতানা
