কোম্পানীগঞ্জে মা*দ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০২

কোম্পানীগঞ্জে মা*দ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০২:৫৭:৫১

কোম্পানীগঞ্জে মা*দ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল হাদীস জামেয়া মুশাহিদিয়া ক্বাসিমুল উলুম খাগাইল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রনিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উস্তার আলী, মাদ্রাসার মুহতামিম হাফিজ  মাওলানা ফখরুজ্জামান, শিক্ষা শচিব মাওলানা ফরিদ উদ্দিন ফেরদৌস, সহকারী শিক্ষা সচিব মাওলানা আনোয়ার হোসেনসহ মাদ্রাসাটির অন্য শিক্ষকরা।

কম্বল বিতরণ শেষে সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, আমরা সব জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। সে ধারাবাহিকতায় আজ কম্বল বিতরণ করা হলো। সামনের দিনেও এমন কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জৈন্তা বার্তা/আরআর