
ছবি: নিজস্ব
গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ী ইউনিয়নে হাকুর বাজার তরুন সংঘ ও এলাকাবাসীর আয়োজনে ১ম মিড নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ই জানুয়ারী ) সন্ধ্যা ৭ টায় উপজেলার হাকুর বাজার উচ্চ বিদ্যালয় মাঠেে এ খেলার উদ্বোধন করা হয়।
হাকুর বাজার তরুন সংঘ এর সভাপতি আফজল হোসেন এর সভাপতিত্বে সাবেক ছাত্র দল নেতা ও ইউপি সচিব আব্দুল্লাহ এর পরিচালনায় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। এজন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ১ ম যুগ্ন সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী মছব্বির আলী, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, মাস্টার সিরাজুল ইসলাম , ইউপি সদস্য নিজাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস আলী বিএনপি নেতা এখলাস উদ্দিন, আপ্তাব আলী,
প্রমুখ সহ বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ সহ উক্ত তরুন সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি আব্দুল হাকিম চৌধুরী সবাইকে নিয়ে মিড নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার
