
ছবি নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকার বর্ণমালা আইডিয়াল একাডেমির আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একাডেমির গভর্নিং বডির সভাপতি সৈয়দ আব্দুন নূর মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওমর ফারুখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
এ সময় পিঠা উৎসবের অতিথিগণ বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন। পাশাপাশি বিভিন্ন স্টলে পিঠার মান যাচাই করে বিচারকগণ নম্বর প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ আব্দুস সাত্তার, প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য জাহিদ মিয়া, ব্যবসায়ী আমির আলি, তৈমুজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মুক্তাদির আল সেলিম ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।
এ ছাড়াও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আকতার হোসেন আকাশ, মাসুদুল ইসলাম শাহেদ, আব্দুল কুদ্দুস মারুফ, কামরুল ইসলাম, প্রীতম দেবনাথ, স্কুলের প্রধান শিক্ষক রমজান আলিসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা পিঠা উৎসবে অংশ নেন।
পরে স্কুলের যাতায়াতের অন্যতম রাস্তা সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ফখরুল ইসলাম ১ লক্ষ টাকার বরাদ্দ ঘোষণা করেন।
জৈন্তা বার্তা/আরআর
