জৈন্তাপুরে বর্ণমালা স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৯

জৈন্তাপুরে বর্ণমালা স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০২:৪৯:৫৯

জৈন্তাপুরে বর্ণমালা স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকার বর্ণমালা আইডিয়াল একাডেমির আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একাডেমির গভর্নিং বডির সভাপতি সৈয়দ আব্দুন নূর মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওমর ফারুখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

এ সময় পিঠা উৎসবের অতিথিগণ বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন। পাশাপাশি বিভিন্ন স্টলে পিঠার মান যাচাই করে বিচারকগণ নম্বর প্রদান করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ আব্দুস সাত্তার, প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য জাহিদ মিয়া, ব্যবসায়ী আমির আলি, তৈমুজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মুক্তাদির আল সেলিম ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।

এ ছাড়াও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আকতার হোসেন আকাশ, মাসুদুল ইসলাম শাহেদ, আব্দুল কুদ্দুস মারুফ, কামরুল ইসলাম, প্রীতম দেবনাথ, স্কুলের প্রধান শিক্ষক রমজান আলিসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা পিঠা উৎসবে অংশ নেন।

পরে স্কুলের যাতায়াতের অন্যতম রাস্তা সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ফখরুল ইসলাম ১ লক্ষ টাকার বরাদ্দ ঘোষণা করেন।

জৈন্তা বার্তা/আরআর