আজমিরীগঞ্জে বস্তাব*ন্দি লা*শ উ*দ্ধার
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৩

আজমিরীগঞ্জে বস্তাব*ন্দি লা*শ উ*দ্ধার

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০২:৫১:১১

আজমিরীগঞ্জে বস্তাব*ন্দি লা*শ উ*দ্ধার

প্রতীকী ছবি


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের পাশের কুশিয়ারা নদী থেকে বস্তাবন্দি মস্তকহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় বাসিন্দারা নদীর পাশে কাদামাটিতে প্লাস্টিকের একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে বস্তাটি খুলে ভেতরে একজন মানুষের মাথাবিহীন দেহ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈদুল হাছান ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈদুল হাছান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। লাশের দুই হাতে পুঁথির মালা ছিল। অর্ধেক ইট, একটি প্লাস্টিকের বোতল এবং সাদা রঙের ইলেকট্রিক ক্যাবলসহ প্লাস্টিকের বস্তায় মোড়ানো লাশ পাওয়া গেছে। আমরা লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। ঘটনাস্থল থেকে সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

এদিকে, এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, আমরা এখানে এমন ঘটনা আগে কখনও দেখিনি। এটি আমাদের জন্য খুব ভয়ের ব্যাপার।

জৈন্তা বার্তা/আরআর