
ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারী সহ ৬ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৯ টায় উজেলার চৌমুহনীর ইউনিয়নের কমলানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন,কমলানগর গ্রামের নাজিম উদ্দিন শাহ(৬০), একই গ্রামের আব্বাছ উদ্দিন শিমুল (২৬), শাহেনা বেগম(৪০), পারভীন আক্তার (৪০), মাসুক মিয়া ৩৭),সাবিনা বেগম(৩৬)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান,কমলানগর গ্রামে নাজিম উদ্দিন শাহ ও জহুর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।বুধবার সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র সহ সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে উল্লেখিতরা আহত হন।সংঘর্ষের পর কমলানগর আসাদ আলীর বাড়িঘর লুটপাটের ঘটনা ও ভাংচুর হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আহতদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান বর্তমানে ,পরিস্থিতি শান্ত রয়েছে।কোন পক্ষই এখনো অভিযোগ দেয়নি।
জৈন্তাবার্তা / জারা
