দুই ফেসবুক পেজের বি রু দ্ধে সারজিসের মা ম লা
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৬

দুই ফেসবুক পেজের বি রু দ্ধে সারজিসের মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ১১:৪৮:২৮

দুই ফেসবুক পেজের বি রু দ্ধে সারজিসের মা ম লা

ফাইল ছবি


সাইবার বুলিংয়ের অভিযোগ এনে সামাজিকমাধ্যম ফেসবুকের আলোচিত দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন তিনি।

পেজ দুটি হলো- ‘ডিপার্টমেন্ট অব বাকশাল ইউনিভার্সিটি অব ঢাকা’ ও ‘ক্রিমিনালস ডিইউ’। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বলে জানা যায়। এগুলো থেকে এর আগেও বিভিন্ন সময় গুজব ও অপপ্রচার চালানো হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে সারজিস উল্লেখ করেন, বুধবার বেলা ১১টা ২০ মিনিটে ফেসবুক লগইন করে দেখতে পান দুটি পেজে তার নামে বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এসব পেজে। যা সম্পূর্ণ অসত্য। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির বিরুদ্ধে সাইবার বুলিংয়ের চক্রান্ত করছেন বলে এ দুটি ফেসবুক পেজে দাবি করা হয়ছে- যা সম্পূর্ণ বানোয়াট বলে জানান সারজিস।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ফেসবুকে বাজে মন্তব্যের কারণে সারজিস আলম শাহবাগ থানায় মামলা করেছেন। বিষয়টি সাইবার টিমের কাছে হস্তান্তর করা হয়েছে৷ তার পাঠানো ছবি, পেজগুলো যাচাই যাচাই-বাছাই শেষে বিস্তারিত বলা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার