গোয়াইনঘাটে পাঠদানের অনুমতি পেয়েছে কচুয়ারপার উচ্চ বিদ্যালয় কৃতজ্ঞতা প্রকাশ
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৫

গোয়াইনঘাটে পাঠদানের অনুমতি পেয়েছে কচুয়ারপার উচ্চ বিদ্যালয় কৃতজ্ঞতা প্রকাশ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৬:৩০:১১

গোয়াইনঘাটে পাঠদানের অনুমতি পেয়েছে কচুয়ারপার উচ্চ বিদ্যালয় কৃতজ্ঞতা প্রকাশ

ছবি: নিজস্ব


পাঠদানের অনুমতি পেয়েছে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার উচ্চ  বিদ্যালয় । রোববার ২৬ জানুয়ারি সিলেট শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬ষ্ট থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি প্রদান করেছে সিলেট শিক্ষাবোর্ড।

পাঠদানের অনুমতি প্রদান করায় সিলেট শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বিদ্যালয় পরিচালনা কমিটি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষক মুমিন আজাদ ও বর্তমান প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম বলেন, সফলতার দ্বিতীয় ধাপে উপনীত হল কচুয়ারপার উচ্চ বিদ্যালয়। অজোপাড়া গাঁয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পাওয়ায় কচুয়ারপার,দ্বারির পার,দ্বারিকান্দিসহ আশ-পাশের লোকজন অত্যন্ত আনন্দিত। 

মুমিন আজাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এস কামরুল হাসান আমিরুল-কে। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে তাঁর এই অবদান অত্র এলাকার মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। অবহেলিত জনপদ অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্তের শুভ সূচনায় তারা আশাবাদী অত্রাঞ্চলের শিক্ষিত জনগোষ্ঠী গঠনে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কচুয়ারপার উচ্চ বিদ্যালয় আলোর বাতিঘর হয়ে আলো ছড়াক পিছিয়ে পড়া এই জনপদে এটাই তাদের প্রত্যাশা।

জৈন্তাবার্তা / জারা