জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে ই য়া বা সহ মা দ ক কারবারি আ ট ক
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩০

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে ই য়া বা সহ মা দ ক কারবারি আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৭:৫২:৫৩

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে ই য়া বা সহ মা দ ক কারবারি আ ট ক

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে উপজেলা প্রশাসন, সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জৈন্তাপুর মডেল থানার যৌথ অভিযানে টাস্কফোর্সের মাধ্যমে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

আটক হওয়া ব্যাক্তির নাম ময়নুল ইসলাম রিপন (৩৭) । সে নিজপাট এলাকার মৃত ইরফান আলি ওরফে বাবু মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮শে জানুয়ারি) দুপুর ২:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মিজ ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে,  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম নিয়ে রিপনের নিজপাটস্হ নিজগৃহে অভিযান চালায় টাস্কফোর্স।

এ সময় টাস্কফোর্সের অভিযানে তার ঘরে তল্লাশী চালিয়ে একটি পলি প্যাকেটে রক্ষিত এ্যামফিটামিনযুক্ত ১৪৮ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও একটি ৬৫০ মিলি বোতলের বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রয়ের আরো ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করে টাস্কফোর্স।

এ বিষয়ে টাস্কফোর্সের অভিযানে অংশ নেয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব আলি জানান, উক্ত ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় আটক রিপনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তিনি জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আসামিকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এদিকে মাদক কারবারি সহ মাদকদ্রব্য হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত)  মোহাম্মদ উসমান গনি। তিনি বলেন, আটক আসামিকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার