সিলেট-সুনামগঞ্জে ১ কোটি ১৫ লক্ষ টাকার চো*রাই মা লা মা ল আ ট ক
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৩

সিলেট-সুনামগঞ্জে ১ কোটি ১৫ লক্ষ টাকার চো*রাই মা লা মা ল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ১২:৩৯:৪০

সিলেট-সুনামগঞ্জে ১ কোটি ১৫ লক্ষ টাকার চো*রাই মা লা মা ল আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপির অভিযানে ১ কোটি ১৫ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে। 

গতকাল সোমবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, গত ৩রা ও ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎমা, তামাবিল, ডিবিরহাওর, সোনালীচেলা, প্রতাপপুর, শ্রীপুর, বিছনাকান্দি, সংগ্রাম, লাফার্জ, কালাসাদেক, পান্থুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়  আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য  প্রায় ১,১৫,৮৩,৪০০.০০ (এক কোটি পনেরো লক্ষ তিরাশি হাজার চারশত) টাকা সমপরিমাণ । 

এ ব্যাপারে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি  বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা