জৈন্তাপুরে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৩

জৈন্তাপুরে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৫:৩৭:৫৬

জৈন্তাপুরে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে উপজেলা পর্যায়ে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। 

সোমবার (৪ঠা ফেব্রুয়ারী) বিকেল ৪ টা উপজেলা পরিষদ কমপ্লেক্স ব্যাডমিন্ডন গ্রাউন্ডে এই সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

এছাড়াও বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, রমজান রুপজান বাগেরখাল একাডেমির সহকারী শিক্ষক বদর উদ্দিন, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্জুন পাত্র, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধাংশু দাস, জৈন্তা দুরুস সুন্নাহ মাদ্রাসার সহকারী শিক্ষক শেরগোল আহমেদ ও সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ সহ অন্যান্যরা।

গত ২ ফেব্রুয়ারি ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছিলো। দুইদিন এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার সকল স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় ৪০ টি বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে।

জৈন্তাবার্তা / মনোয়ার