বিয়ানীবাজারে আ গু নে পু*ড়ে ছাই বসতঘর
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫০

বিয়ানীবাজারে আ গু নে পু*ড়ে ছাই বসতঘর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৬:৪৪:৫১

বিয়ানীবাজারে আ গু নে পু*ড়ে ছাই বসতঘর

ফাইল ছবি


সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামের দরিদ্র পরিবারের মো: আলমঙ্গীর হোসেনের নামের এক ব্যক্তির বসতঘর আগুনে পূড়ে ছাই। মঙ্গলবার দুপুর প্রায় ১২টার দিকে তার বাড়িতে আগুনের ঘটনা টি ঘটে। 

ভুক্তভোগী মো: আলমঙ্গীর হোসেন অটোরিক্সা চালিয়ে পরিবারে পাঁচ সদস্যের জীবিকা নির্বাহ করতেন। এখন আগুনে পূড়ে সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব পরিবারটি।

স্থানীয়রা জানায়, জীবন সংগ্রামে স্ত্রী ও তিন ছেলে-মেয়ে নিয়ে দুর্বিষহ জীবনযাপন আলমগীর হোসেনের। এমন টানাপোড়েনের একপর্যায়ে মঙ্গলবার দুপরদুপুর প্রায় ১২টার দিকে হঠাৎ তার বাড়িতে আগুন লাগে। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এতে আলমগীর হোসেনের দু’টি ঘর ভস্মীভূত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত  আলমগীর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ঘরে কীভাবে আগুন লেগেছে তা জানা নেই। এতে দুইটি ঘরে রাখা ধান-চাল ও আসবাবপত্র পুড়ে প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব এই চিন্তায় আছি।

বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অনুপ কুমার সিংহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সদস্যরা কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার