গোয়াইনঘাটে ফসল রক্ষায় ও মিথ্যা মা ম লা প্রত্যা*হারের দাবিতে প্র তি বা দ সভা
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:১২ PM

গোয়াইনঘাটে ফসল রক্ষায় ও মিথ্যা মা ম লা প্রত্যা*হারের দাবিতে প্র তি বা দ সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ০৯:৩৭:৫০ AM

 গোয়াইনঘাটে ফসল রক্ষায় ও মিথ্যা মা ম লা প্রত্যা*হারের দাবিতে প্র তি বা দ সভা

ছবি: নিজস্ব


সিলেেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের বৃহত্তর নিহাইন গ্রামের হাজার একর বোরো ফসল রক্ষায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বৃহত্তর নিহাইন গ্রামের বাজারে হাজার মানুষের উপস্থিতিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর নিহাইন এলাকাবাসীর আয়োজনে, যুব নেতা মনসুর আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ,বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বক্তারা বলেন,নিহাইন গ্রামবাসী মানুষের জীবন জীবিকার বৃহত্তর স্বার্থে হাজার একর বোরো ফসল ও মানুষের বাড়ি ঘর রক্ষায় প্রশাসনকে কেন্ডা খাল খনন বন্ধ করতে হবে। ঠিকাদারসহ দুই চার জন ব্যক্তির স্বার্থ হাসিলে সাড়ে চার হাজার মানুষের জীবন জীবিকা ও কর্মসংস্থান নষ্ট করার পায়তারা বন্ধ করতে হবে। ভুয়া চাঁদাবাজির অভিযোগে গ্রামবাসী মানুষের উপরে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সরকার জনগণের জনস্বার্থ চিন্তা করে কাজ করে। সেখানে প্রশাসন কিভাবে হাজার হাজার মানুষের ক্ষতি সাধিত হয় এমন কাজের অনুমতি দেয় সেটা তাদের বোধগম্য নয়। প্রশাসন গ্রামবাসী মানুষের কথা না শুনে ঠিকাদারের লাভের চিন্তা করে মিথ্যা মামলা দিয়ে গ্রামের মানুষকে হয়রানির ফল শুভ হবে না। তারা বলেন,যেদিকে খাল খনন করা হচ্ছে সেই খাল সরাসরি নদীর সাথে সংযোগ হবে এবং বর্ষাকালে পাহাড়ি ঢলে হাজার একর বোরো ফসল তলিয়ে যাবে এমনকি বন্যার সময় গ্রামে বসবাসরত মানুষের বাড়িঘর ভেঙ্গে যাবে। গ্রামবাসী অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও খাল খেটে কুমির আনা খাল খনন বন্ধের দাবি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা