
ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নির্দেশনায় নবগঠিত জৈন্তাপুর জাসাসের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০শে মার্চ) বিকেল ৫:০০ ঘটিকায় জৈন্তাপুর সদরে ঐতিহাসিক বটতলায় এই ইফতার বিতরণ সম্পন্ন করা হয়েছে। ইফতার বিতরণের পূর্বে সিলেট জেলা ও জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ও জাসাসের নেতৃবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জৈন্তাপুর উপজেলা জাসাস এর সভাপতি এম আর মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রিন্সিপাল প্রেসিডেন্ট এসোসিয়েশন এর মহাসচিব , সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট জেলা জাসাস এর আহবায়ক প্রিন্সিপাল নিজাম উদ্দিন তরফদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাসাস এর সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানু , জেলা জাসাস এর সদস্য সচিব রায়হান এইচ খান , জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক সিএম আব্দুল্লাহ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিগণ বলেন, আগামীর ক্ষুধা ও দারিদ্র্য মুক্তি রাষ্ট্র বিনির্মানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের অপেক্ষায় জাতি। বিগত সরকারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ হয়রানি মামলা থেকে রেহাই পায় নি। এখন সময় নতুন অধ্যায়ের সূচনা করার।
তারা আরো বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি প্রতিনিয়ত তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে যুগোপযোগী দিক নির্দেশনা প্রদান করছেন। সে লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সকল নেতৃবৃন্দের কাজ করতে হবে। পাশাপাশি নবগঠিত জাসাস জৈন্তাপুর উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কাজ করার আহবান জানানো হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সোহেল, ১ নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দু শুক্কুর মেম্বার, ১ নং নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান মেম্বার, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন মেম্বার, উপজেলা বিএনপির সদস্য মিসবাহ আহমেদ, উপজেলা জাসাস এর সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন, সহ- সভাপতি আব্দুর গনি, সহ- সভাপতি কামরুজ্জামান, সহ- সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ- সভাপতি ইফতেখার আহমেদ আশরাফ, সহ- সভাপতি জাকির হোসেন, এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদ, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফরহাদুজ্জামান ফাহাদ, জৈন্তা ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের আহমেদ, জৈন্তা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন আল আশরাফ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাস এর প্রচার সম্পাদক মুন্না সহ অন্যান্যরা।পরে আমন্ত্রিত অতিথিগণ উপজেলা জাসাসের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
জৈন্তাবার্তা / রহমান
