সিলেটে বিপুল পরিমাণ ভা*রতীয় ক্রিম জ*ব্দ, গ্রে*প্তার ১
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৩০

সিলেটে বিপুল পরিমাণ ভা*রতীয় ক্রিম জ*ব্দ, গ্রে*প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ০১:৪৫:০৯

সিলেটে বিপুল পরিমাণ ভা*রতীয় ক্রিম জ*ব্দ, গ্রে*প্তার ১

প্রতীকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ক্রিম জব্দ করেছে পুলিশ। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শামীম আহমদ সাগর (৫৪) শাহপরান (রহ.) থানার কুশিঘাট নয়াবস্তি এলাকার মৃত রিয়াজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার (১৩ এপ্রিল) বিকেলে মোমিনখলা বাইপাস রোড সংলগ্ন শামীম অটো মেকানিক্স নামক গ্যারেজে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ভারতীয় ৫ হাজার ২শ ৭৮ পিস ভারতীয় ক্রিম জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২২ হাজার ২শ ৪০ টাকা।

এসময় শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শামীম জানান, চোরাচালানের মাধ্যমে তার অপর একজন সহযোগীর সহায়তায় এসব ভারতীয় পণ্য বাংলাদেশে এনেছেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর