
প্রতীকী ছবি
সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচক এলাকায় ট্রাকের চাপায় এক চালক ও এক হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ট্রাকচালক শাহীন মিয়া (৫০) ও হেলপার কামাল মিয়া (৪৫)।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের এক পাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন। এসময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি জানান, মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাক। তবে চালক পালিয়ে গেছেন।
জৈন্তা বার্তা/আরআর
